Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Update:কালকেও বৃষ্টি চলবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, বজায় থাকল মৎস্যজীবীদের জন্য সতর্কতা

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 05 Dec 2021,
  • Updated 11:53 AM IST
  • 1/10


কেবল  আজ নয়  কালকেও বৃষ্টি চলবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। উপকূলীয় জেলাগুলিতে  ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে সারা দিন থাকবে মেঘলা আকাশ। 

  • 2/10

সমুদ্র উপকূলে হালকা ঝোড়ো হাওয়া চলবে। সোমবার সকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 
 

  • 3/10


ঘূর্ণিঝড় জাওয়াদ বর্তমানে পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। উত্তর ও উত্তর পূর্ব দিকে এগিয়ে পুরির দিকে আসছে। দুপুরে গভীর নিম্নচাপ রূপে পুরী সমুদ্র উপকূলে পৌঁছবে। এরপর শক্তি ক্ষয় করে এগিয়ে যাবে উত্তর-উত্তরপূর্ব দিকে। আজ রাতে সুস্পষ্ট নিম্নচাপ রূপে বাংলার উপকূলে পৌঁছবে নিম্নচাপ। 
 

  • 4/10

জাওয়াদের প্রভাবে  বৃষ্টি চলবে আজ সারাদিন। মেঘলা আকাশ, সেইসঙ্গে  হালকা মাঝারি বৃষ্টি  সব জেলাগুলিতে। 

  • 5/10

সমুদ্র উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা ঝোড়ো হাওয়া বইছে। কয়েক পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪  পরগনা এবং ঝাড়গ্রামে। দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা ,হাওড়া, হুগলি-সহ উপকূল সংলগ্ন জেলাগুলিতে। মোটের ওপর হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই। 
 

  • 6/10


সোমবারে ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,নদিয়া এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা। হালকা মাঝারি বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
 

  • 7/10

 আজ সমুদ্র উত্তাল থাকবে। রবিবার সকাল থেকে পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪  পরগনার উপকূলের সমুদ্রে ৫০  থেকে ৫৫  কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইছে। উপকূল সংলগ্ন স্থলভাগের ঝোড়ো হাওয়ার গতিবেগ ৩০ থেকে ৪০  কিলোমিটার হতে পারে। সোমবার সকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। 

  • 8/10

 আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০.১  ডিগ্রি সেলসিয়াস । গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩  ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৪ । শতাংশ। বৃষ্টি হয়েছে ৫.৩  মিলিমিটার। 

  • 9/10

এই নিম্নচাপের প্রভাবে উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ দিনভর বৃষ্টি। আজ রবিবার উত্তর-পূর্ব ভারতের অসম, মেঘালয় ও ত্রিপুরাতেও বৃষ্টির পূর্বাভাস। আগামিকাল উত্তর-পূর্ব ভারতে বৃষ্টি বাড়বে। আসাম, মেঘালয়,মিজোরাম, মনিপুর, অরুণাচল প্রদেশ ও ত্রিপুরাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। 
 

  • 10/10

এদিকে উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। এর প্রভাবে আজ ও কাল পঞ্জাব,হরিয়ানা, চন্ডিগড়, দিল্লিতে বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি ও তুষারপাত হতে পারে হিমাচল প্রদেশ ,উত্তরাখণ্ড, জম্মু-কাশ্মীর, লাদাখ ও মুজাফফরাবাদে।

Advertisement
Advertisement