ঘূর্ণিঝড় জাওয়াদ শেষপর্যন্ত নিম্নচাপ হয়েই বাংলায় ঢুকে পড়লো। এর জেরে আজো বৃষ্টি চলবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেষ বিশেষ করে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে ভারী বৃষ্টির সর্তকতা। সেই সঙ্গে আরো চার জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস। এমন পরিস্থিতিতে সোমবার সকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
বাংলাদেশের দিকে এগোচ্ছে
ঘূর্ণিঝড় জাওয়াদ শক্তি ক্ষয় করে এগিয়ে যাচ্ছে উত্তর-উত্তরপূর্ব দিকে। সুস্পষ্ট নিম্নচাপ রূপে বাংলার উপকূলে তা প্রবেশ করেছে। বাংলা ও বাংলাদেশ উপকূল ধরে উত্তরপূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। ক্রমশ তা বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে।
পশ্চিমবঙ্গের পরিস্থিতি
বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে এদিন বেশি বৃষ্টি হবে। উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা। হালকা মাঝারি বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা।
বাংলাদেশেও প্রভাব
নিম্নচাপের প্রভাবে বাংলাদেশেও বৃষ্টি শুরু হয়েছে। সেখানকার মাগুরা জেলায় বৃষ্টি চলবে আজো। সঙ্গে মেঘলা আকাশ। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আরো কিছু জেলাতে। সাগরে ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে।
কলকাতার পরিস্থিতি
আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস । গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮। শতাংশ। বৃষ্টি হয়েছে ৬৭ মিলিমিটার।
তবে রাতের টানা বৃষ্টিতে ইতিমধ্যে কলকাতা শহরের একাংশ জলের তলায়। হাওয়া অফিসের পূর্বাভাস, সোমবার এ রকমই থাকবে। তবে মঙ্গলবার থেকে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে পারে।
উত্তর-পূর্ব ভারতেও বৃষ্টি
এই নিম্নচাপের প্রভাবে উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মূলত বৃষ্টি চলছে। উত্তর-পূর্ব ভারতের অসং, মেঘালয় ও ত্রিপুরাতেও বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার থেকে উত্তর-পূর্ব ভারতে বৃষ্টি বাড়বে। অসং, মেঘাল, মিজোরাম, মনিপুর, অরুণাচল প্রদেশ ও ত্রিপুরাতে ভারী বৃষ্টির পূর্বাভাস।
উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা
উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। এর প্রভাবে পঞ্জাব,হরিয়ান, চন্ডিগড়, দিল্লিতে বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি ও তুষারপাত হতে পারে হিমাচল প্রদেশ, উত্তরাখান্ড, জম্মু-কাশ্মীর,লাদাখ ও মুজাফফরাবাদে।