নিম্নচাপের জেরে কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গে রবিবার রাত থেকেই বৃষ্টি চলছিল। সোমবার সকাল থেকে বৃষ্টির দাপট আরও বাড়ে। তবে বেলা গড়াতেই পরিস্থিতির উন্নতি হয়েছে।
আবহাওয়া দফতর অবশেষে সুখবর দিয়েছে। জানানো হয়েছে, দুর্যোগ কেটেছে। নিম্নচাপ অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে। তার ফলে এবার ফের সর্বনিম্ন তাপমাত্রা কমতে শুরু করবে।
আলিপুর আবহাওয়া দফতর বলছে, মঙ্গলবার বাংলাদেশ সংলগ্ন উত্তর ২৪ পরগনা ও নদিয়া ছাড়া দক্ষিণবঙ্গে আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
মঙ্গলবার থেকে মেঘলা ভাব কাটবে জেলায়-জেলায়। তবে উত্তর ২৪ পরগনা ও নদিয়ায় কিছু জায়গায় এদিনও আকাশ মেঘলা থাকতে পারে।
মৎস্যজীবীদের উদ্দেশ্যও আর কোনও সতর্কবার্তা জারি থাকছে না আজ থেকে।
শীত নিয়েও আশার কথা শুনিয়েছে হাওয়া অফিস। আগামী ৭২ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। তবে বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ওপরে রয়েছে। ফলে পারদ নামলেও এখনই তা স্বাভাবিকের দিকেই থাকবে।
যদিও সপ্তাহান্তে ১১ ডিসেম্বর থেকে জাঁকিয়ে শীত পড়বে রাজ্যে। সেই সময় পারদ নামতে পারে ১৬ ডিগ্রিতে।
উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে।
আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৫ ডিগ্রি বেশি । গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৫ ডিগ্রি কম। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ। সর্বনিম্ন ৯২ শতাংশ।