বারাসাতে কালিপুজো গোটা রাজ্যে বেশ বিখ্যাত। সারা রাজ্য এমনকি বিদেশ থেকেও প্রচুর মানুষ দেখতে আসেন বারাসাত, হৃদয়পুর ও মধ্যমগ্রামের পুজো।
বারাসতের পুজো কমিটিগুলো দারুণভাবে সাজিয়ে তোলে তাদের মন্ডব। আসুন জেনে নেওয়া যাক এবারের কালিপুজোয় বারাসাতের কোন ক্লাবের থিম কী?
নবপল্লী অ্যাসোসিয়েশনের এবারের পুজোর থিম বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির। কলোনি মোড় সরোজীনী পল্লির এই পুজো দেখতে প্রতিবার নানা জায়গা থেকে মানুষ আসেন।
বারাসাত সন্ধানী ক্লাবের এবারের থিম মায়াপুরের ইসকন মন্দির। ১১ নম্বর রেল গেটের পাশের এই পুজো বেশ বিখ্যাত।
কেএনসি রেজিমেন্টের পুজোও দারুণ জনপ্রিয়। এবারে তাদের থিম হে বঙ্গভূমি তুমি অন্তর্যামী।
নবপল্লী বয়েজ স্কুলের মাঠে অনুষ্ঠিত হবে আমরা সবাই ক্লাবের পুজো। এবারের থিম শ্রীকৃষ্ণের দ্বারকা।
পাইওনিয়ার পার্কের পুজো দীর্ঘ দিন ধরেই আলোড়ন ফেলেছে। পাইওনিয়র অ্যাথেলেটিক ক্লাব পুজোর থিম মাইশোর প্যালেস।
কৃষ্ণনগর রোডের রেজিমেন্ট ক্লাবের এবারের থিম হল তিরুপতি বালাজি মন্দির।
কৃষ্ণনগর রোডের আরও এক ক্লাব কিশোর স্পোর্টিং ক্লাব (রাইজিং স্টারস)-এর এবারের থিম হল ইন্দোনেশিয়া।
টাকি রোডের শতদল সংঘের থিম এবারে 'অর্ধ আকাশের আর্তনাদ।' এই পুজোও দারুণ বিখ্যাত।