Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Forecast:কলকাতার পারদ নামল ১৮ ডিগ্রিতে, আগামী সপ্তাহেই কি জাঁকিয়ে শীত?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Nov 2021,
  • Updated 7:32 AM IST
  • 1/10


পরিষ্কার আকাশের সঙ্গে রাজ্য জুড়ে শুকনো আবহাওয়া। এই অবস্থায় রাতের তাপমাত্রা আরও কমবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। 
 

  • 2/10

এখনও অনেকে বাড়িতে ফ্যান চালালেও, ভোরের দিকে পাতলা চাদরও গায়ে টেনে নিতে হচ্ছে। তবে আর কয়েকদিনের মধ্যেই জাঁকিয়ে শীত পড়তে চলেছে গোটা বাংলা জুড়েই। 

  • 3/10

ইতিমধ্যেই উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া রাজ্যে প্রবেশ করতে শুরু করে দিয়েছে। বর্ষা বিদায়ের পর আবহাওয়া শুষ্ক হতে শুরু করেছে। নামছে  তাপমাত্রার পারদও।

  • 4/10

 বাধাহীন উত্তুরে হাওয়ায় রাজ্যজুড়ে শীতের আমেজ। পারদ নেমেছে প্রতিটি জেলাতেই। তবে আনুষ্ঠানিকভাবে শীতের আগমন কবে, তা ঘোষণা করেনি আবহাওয়া দফতর।
 

  • 5/10

হাওয়া অফিস বলছে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া পুরোপুরি শুকনো থাকবে। হাল্কা কুয়াশা থাকবে, তবে কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

  • 6/10


পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেও আবহাওয়া শুকনো থাকবে। কোনও কোনও জায়গায় হাল্কা কুয়াশা থাকতে পারে। পাশাপাশি আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে।
 

  • 7/10

ইতিমধ্যে কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, সাধারণভাবে আকাশ পরিষ্কার থাকবে।  সকালের দিকে স্বাভাবিকভাবেই শীতের অনুভূতি থাকলেও, বেলা বাড়তেই তা উধাও হবে।
 

  • 8/10

আজ কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৩ ডিগ্রি কম। বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ১ ডিগ্রি কম, বলছে হাওয়া অফিস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ধীরে ধীরে কমছে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ ও সর্বনিম্ন ৩৯ শতাংশ। সকালে ঠান্ডা লাগলেও বেলা বাড়তেই তাপমাত্রা বাড়বে।
 

  • 9/10

তবে ৯ নভেম্বর নাগাদ বাংলার উপকূল থেকে অনেক দূরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে হাওয়া অফিস। সেই কারণে উত্তুরে হাওয়ার দাপট কমবে। আকাশে মেঘ থাকতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা নেই। সেই কারণেই তাপমাত্রা বাড়বে।

  • 10/10


এদিকে এরই মধ্যে দক্ষিণের রাজ্যগুলিতে  আগামী কয়েকদিন ভারী বৃষ্টি (হতে পারে। এমনই সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। সেখানে এই মুহূর্তে উত্তর-পূর্ব মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে।  অন্ধ্রপ্রদেশ উপকূল, তামিলনাড়ু, পুদুচেরি, কেরল, দক্ষিণ কর্নাটকে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে। বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে তেলেঙ্গনা, লাক্ষাদ্বীপ, রায়ালসীমা, ওড়িশা, উপকূল কর্নাটকেও।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement