কুয়াশা কাটিয়ে রোদ ঝলমলে সোনালি সকালের মুখ দেখল রাজ্যবাসী। হালকা মেঘ, রোদ্দুরের আনাগোনা। দাপুটে শীত না থাকলেও শীতের পরশ গায়ে মাখছে রাজ্যবাসী। সমস্ত জেলাতেই তাপমাত্রা স্বাভাবিক।
আগামী ৫ দিন আবহাওয়া শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রাতেও উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই।
আগামী ২ দিন ঠান্ডা থাকবে, তবে এখন যা তাপমাত্রা আছে তাই বহাল থাকবে।
৪৮ ঘণ্টা পর সামান্য পারদ পতন হতে পারে। স্বাভাবিকের থেকে খানিকটা কম থাকবে তাপমাত্রা। তবে ঠান্ডা খুব একটা কমবে না।
উত্তরবঙ্গেও সামান্য পারদ পতন হবে। দুই বঙ্গেই বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ২৬ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতা ছাড়া অন্য জেলাগুলিতে সামান্য তারতম্য দেখা দিতে পারে।
মোটের ওপর জাঁকিয়ে শীত কবে তা বলা যা গেলেও, ঠান্ডা আবহাওয়া বহালই থাকবে।