Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Forecast: হালকা বৃষ্টি শেষেই পারদ নামার পূর্বাভাস, জানাল হাওয়া অফিস

Aajtak Bangla
  • 13 Jan 2022,
  • Updated 4:55 PM IST
  • 1/7

আজ, বৃহস্পতিবার থেকে উপকূলীয় জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়বে।

  • 2/7

তবে হালকা বৃষ্টি হলেও রাতের তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে, আগামী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না।

  • 3/7

উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২৪ ঘন্টা হালকা বৃষ্টি হতে পারে। ১৫ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমবে। উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং বাদ দিয়ে বাদ বাকি জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে।

  • 4/7

উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা আগামীকাল থেকে দুই থেকে তিন ডিগ্রি কমবে। উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী দুদিন ঘন কুয়াশা থাকবে। ১৬ তারিখ থেকে দুই বঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে।

  • 5/7

হাওয়া অফিস জানাচ্ছে, আগামিকাল শুক্রবার রাজ্যের উপকূলীয় জেলাগুলিতে হতে পারে হালকা বৃষ্টি। তবে ১৫ তারিখ থেকে পরিস্থিতির উন্নতি হবে এবং ১৬ তারিখ পুরোপুরি কেটে যাবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে যাবে।

  • 6/7

৪৮ ঘন্টা পর থেকে রাতের তাপমাত্রা ২ ডিগ্রি থেকে ৩ ডিগ্রি কমবে। দুই থেকে তিনদিন পরে আবার দুটি পশ্চিমী ঝঞ্জা আসছে। তারপর আবার তাপমাত্রা বাড়বে।

  • 7/7

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ মূলত মেঘলা থাকবে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement