Advertisement

পশ্চিমবঙ্গ

উধাও ঠান্ডা, শনিবার থেকে বঙ্গে শুরু বৃষ্টি, জানুন কবে কোন জেলায়?

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 21 Jan 2022,
  • Updated 5:20 PM IST
  • 1/12

সম্বৎসরই কি বৃষ্টি? বঙ্গ আবহাওয়ার খামখেয়ালিপনায় তেমনই মনে হচ্ছে। আগামিকাল, শনিবার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গে ফের বৃষ্টিপাতের পূর্বাভাস দিল হাওয়া অফিস। 

  • 2/12

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া ,মুর্শিদাবাদ, কলকাতার দু-এক জায়গায় শনিবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলবে। 
 

  • 3/12

রবিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দু-এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে।

  • 4/12

রবিবার নদিয়া, মুর্শিদাবাদ ,বীরভূম, পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা। 

  • 5/12

২৫ জানুয়ারি কলকাতা ,হাওড়া, পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস। 

  • 6/12

বাকি জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকবে। ২৬ জানুয়ারি থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা।

  • 7/12

বাকি জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকবে। ২৬ জানুয়ারি থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা।

  • 8/12

আকাশ মেঘলা থাকায় আগামী তিন দিন রাতের তাপমাত্রা বাড়বে। তা ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
 

  • 9/12

উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টিপাত বেশি হতে পারে।

  • 10/12

শনিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে দু-এক জায়গায় শিলাবৃষ্টি হতে পারে।

  • 11/12


দার্জিলিঙে আগামী কয়েকদিন তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কাও থাকছে।   

  • 12/12

অসময়ের বৃষ্টিপাতের ফলে চাষিদের ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement