Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Forecast West Bengal: গরম থেকে দক্ষিণবঙ্গকে মুক্তি! কবে আসছে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস...

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 03 Apr 2022,
  • Updated 3:01 PM IST
  • 1/10

উত্তরবঙ্গে চলছে বৃষ্টি। কিন্তু দক্ষিণবঙ্গে চাঁদিফাটা। তার উপরে আর্দ্রতা বাড়ায় ঘেমেনেয়ে একসা মানুষ। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের জন্য আশার কথা শোনাল আবহাওয়া দফতর। অর্থাৎ বৃষ্টির খবর এল।       
 

  • 2/10

রবি ও সোমবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা।

  • 3/10

মূলত মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। 

  • 4/10

দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। 

  • 5/10

মেঘলা আকাশ থাকবে পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। সামান্য ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 

  • 6/10

উপকূলের জেলাগুলি ছাড়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা নেই।

  • 7/10

পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা কিছুটা বেশি থাকবে। ঝাড়খন্ড তাপপ্রবাহ থাকায় সংলগ্ন জেলাগুলিতে প্রভাব পড়তে পারে।
 

  • 8/10

বঙ্গোপসাগর থেকে আগত দক্ষিণ-পশ্চিম বাতাসে জলীয়বাষ্প থাকায় আর্দ্রতা বেড়েছে। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে দরদর করে ঘাম হবে।  
 

  • 9/10

গরম থেকে মুক্তির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গেই বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবারের পর দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। সেই নিম্নচাপে পরিণত হলে উপকূলবর্তী জেলা ও কলকাতা-সহ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে। সেক্ষেত্রে ৬ এপ্রিলই আসতে পারে সুখবর।   

  • 10/10

রবিবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বনিম্ন তাপমাত্রা সকালে ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement