Advertisement

পশ্চিমবঙ্গ

West Bengal Weather Update: পুজোর আগে দুর্যোগের ঘনঘটা, নিম্নচাপের জেরে উইকএন্ডে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি

Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Sep 2022,
  • Updated 6:53 AM IST
  • 1/12

পুজোর আর বেশি দিন বাকি নেই, জোরকদমে চলছে প্রস্তুতি। এরই মধ্যে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর।

  • 2/12

নিম্নচাপের প্রভাবে রাজ্যে সপ্তাহান্তে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

  • 3/12

আলিপুর হাওয়া অফিস  জানিয়েছেন, ওড়িশার বালাসোর হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। তার প্রভাবে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে রূপান্তরিত হতে পারে।

  • 4/12

সেই নিম্নচাপের জেরেই কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে এদিন থেকেই  বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
 

  • 5/12

হাওয়া অফিস বলছে শুক্রবার ও  শনিবার উপকূল সংলগ্ন জেলাগুলিতে এবং ওড়িশার সীমান্তবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
 

  • 6/12

 ১০ তারিখ অর্থাৎ আগামী শনিবার থেকে বৃষ্টি আরও বাড়তে পারে। 

  • 7/12

আগামী রবিবারও  রয়েছে বৃষ্টির সম্ভাবনা। ফলে বৃষ্টি মাথায় নিয়েই পুজো শপিং করতে হতে পারে। 
 

  • 8/12

আগামী সপ্তাহেও  বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে। আগামী  বুধবার পর্যন্ত এই নিম্নচাপের প্রভাব বজায় থাকবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। 
 

  • 9/12

নিম্নচাপের প্রভাবে মূলত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,  ঝাড়গ্রাম- এই জেলা গুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
 

  • 10/12

তবে উত্তরবঙ্গের বৃষ্টি কমে এসেছে অনেকটাই। আগামী তিন দিন হালকা বৃষ্টি হতে পারে উত্তরের জেলাগুলিতে।
 

  • 11/12

এদিন উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ও কালিম্পং জেলায়  বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার থেকে আবার বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।
 

  • 12/12

এদিকে কলকাতাতে আজ হালকা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। তবে নিম্নচাপের জেরে শনিবার বৃষ্টি বাড়বে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৩ ডিগ্রি বেশি। বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, সেটাও স্বাভাবিকের ৩ ডিগ্রি বেশি।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement