Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Forecast: নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে রাজ্যে? আবহাওয়ার পূর্বাভাস

Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Dec 2022,
  • Updated 5:33 PM IST
  • 1/8

গত কিছু দিন ধরে পারদ ২০ ডিগ্রির নীচে থাকায় শীতের আমেজ বজায় আছে রাজ্যে। 

  • 2/8

হাওয়া অফিস বলছে, এই মুহূর্তে আমাদের রাজ্য উত্তরে বাতাসের প্রভাব রয়েছে। ফলে যে ঠান্ডা আমরা গত দু'দিন ধরে পাচ্ছি সেটা ৮ অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত বজায় থাকবে।

  • 3/8

তবে আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবার থেকে খুব সামান্য হলেও তাপমাত্রা বাড়বে। যার কারণ আন্দামান সাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ।
 

  • 4/8


আলিপুর আবহাওয়া দফতর স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের তেমন কোনও প্রভাবই পড়বে না পশ্চিমবঙ্গে। শুধু কিছুটা শীতের প্রকোপ কমবে। তাপমাত্রা কয়েকদিন সামান্য বাড়বে।
 

  • 5/8

আন্দামান সাগরের উপর সৃষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে তামিলনাড়ু, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোবে। উপকূলের দিকে এগিয়ে যাওয়ার ফলে পশ্চিমবঙ্গের একাংশের আকাশ মেঘলা থাকবে। 
 

  • 6/8

হাওয়া অফিসের পূর্বাভাস, ৯ ডিসেম্বর থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে। আপাতত যা তাপমাত্রা আছে, সেটার থেকে এক ডিগ্রি সেলসিয়াস বাড়বে। যতদিন ওই 'সিস্টেম' থাকবে ততদিন তাপমাত্রা কিছুটা বেশি থাকবে। 
 

  • 7/8

 আগামী পাঁচ দিন বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা থাকছে না উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে। 

  • 8/8

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।


 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement