Advertisement

পশ্চিমবঙ্গ

West Bengal Rain And Temperature Forecast : নিম্নচাপের জের, বাড়বে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা আছে?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Dec 2022,
  • Updated 7:01 AM IST
  • 1/7

আন্দামান সাগরে (Andaman Sea) অতি গভীর নিম্নচাপের জেরে আগামিকাল শুক্রবার থেকে সাময়িকভাবে বাড়বে তাপমাত্রা, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। 

  • 2/7

মাঝে কিছুটা তাপমাত্রার পারদ চড়ে যাওয়ার পর কয়েকদিন আগে থেকে ফের তা নামতে শুরু করে। ফলে আবারও অনুভূত হতে থাকে শীতের আমেজ। আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।

  • 3/7

তবে এরই মাঝে বঙ্গোপসাগরে (Bay Of Bengal) তৈরি হয় অতি গভীর এই নিম্নচাপ। যেটি ধীরে ধীরে তামিলনাড়ু, পুদুচেরি বা দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে যাবে। 

  • 4/7

আর তার ফলেই রাজ্যে ফের ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। হাওয়া অফিস জানাচ্ছে, এই নিম্নচাপের জেরে বাংলায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কোনও কোনও জায়গায় মেঘল আকাশ দেখা যাবে। যার জেরে সাময়িকভাবে বাড়বে রাতের তাপমাত্রা। 

  • 5/7

অন্যদিকে উত্তরবঙ্গেও (North Bengal) একই পরিস্থিতি দেখা যাবে। 

আরও পড়ুন - শীতে নুন দিয়ে দেদার কুল খাচ্ছেন? মারাত্মক ক্ষতি ডাকছেন

  • 6/7

সেখানেও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা না থাকলেও কয়েকদিনের জন্য বাড়তে পারে তাপমাত্রা। 

  • 7/7

প্রসঙ্গত, মঙ্গলবার ক্যাবিনেট সচিব রাজীব গৌবার সভাপতিত্বে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (NCMC) বৈঠকে বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণিঝড় সংক্রান্ত প্রস্তুতির পর্যালোচনা করা হয়। দেশের পূর্ব উপকূলীয় অংশ এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয় বৈঠকে। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement