Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Prediction: সর্বনিম্ন তাপমাত্রা ঊর্দ্ধমুখী, নভেম্বরে আদৌ শীতের দেখা মিলবে?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Nov 2022,
  • Updated 8:18 AM IST
  • 1/9

দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া রয়েছে। জলীয় বাষ্প ধীরে ধীরে কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

  • 2/9

ভোরের দিকে কিছুটা শিরশিরানি থাকলেও বেলা একটু বাড়তেই তা উধাও হচ্ছে। আকাশ থাকছে পরিষ্কার। এই পরিস্থিতির আপাতত পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

  • 3/9

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। 
 

  • 4/9

দুই বঙ্গেই  দিনের ও রাতে তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না।
 

  • 5/9

উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ভোর কিংবা সন্ধের দিকে কুয়াশা থাকতে পারে। 
 

  • 6/9

হাওয়া অফিসের পূর্বাভাস, কলকাতার  সর্বনিম্ন তাপমাত্রা ২২ অথবা ২১ ডিগ্রির আশেপাশে থাকবে,আর সর্বোচ্চ তাপমাত্রা  ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি।
 

  • 7/9

রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা আরেকটু কম থাকবে।
 

  • 8/9


উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে,তবে তিন তারিখ উত্তরবঙ্গের পাহাড়ে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা।

  • 9/9

জমিয়ে ঠান্ডা কবে পড়বে এখন সেই আশায় বসে রয়েছে রাজ্যবাসী। তবে কলকাতা বা দক্ষিণবঙ্গে শীতের যাত্রা শুরু হতে হতে মাঝ ডিসেম্বর হয়ে যাবে। নভেম্বরে  শীতের ‘ট্রেলার’ দেখা যাবে। এমনটাই মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

Advertisement
Advertisement