Advertisement

পশ্চিমবঙ্গ

Bengal Weather News : আজ থেকেই দুই বঙ্গে বৃষ্টির পূর্বাভাস, তাপপ্রবাহের সতর্কতা ২ জেলায়

Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 May 2023,
  • Updated 11:10 AM IST
  • 1/7

গরমে নাজেহার দক্ষিণবঙ্গবাসী (South Bengal)। তবে নতুন সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। হাওয়া অফিস জানাচ্ছে, আজ সোমবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

  • 2/7

আগামিকালের মধ্যে বৃষ্টি হতে পারে, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। সঙ্গে বইতে পারে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। 

  • 3/7

তবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। মঙ্গল ও বুধবার ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

  • 4/7

২৫ তারিখ পর্যন্ত  বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও নদিয়া-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জয়াগাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন - হজমশক্তি বাড়ায়-ওজন কমায় কারিপাতা, কখন খাবেন?

  • 5/7

অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal) দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে আপাতত ৪-৫ দিন হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গল ও বুধবার বাড়তে পারে বৃষ্টি। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। 

  • 6/7

তবে বৃষ্টির পাশাপাশি রয়েছে তাপপ্রবাহের আশঙ্কাও। হাওয়া অফিস বলছে, শুক্রবার পর্যন্ত ২ থেকে ৪ ডিগ্রি করে বৃদ্ধি পেতে পারে।

  • 7/7

উত্তর-পশ্চিম দিক থেকে ঢুকছে গরম বাতাস। সেই কারণেই তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। একইসঙ্গে পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানের মঙ্গলবারের মধ্যে তাপপ্রবাহের আশঙ্কাও রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আজ কলকাতা-সহ সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে থাকতে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি।

Advertisement
Advertisement