আগামিকাল শুক্রবার থেকে ফের ঘূর্ণাবর্তের পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জনাচ্ছে, মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে।
সেটা উত্তর পশ্চিম দিক হয়ে ২৪ তারিখ পূর্বমধ্য ও উত্তরপূর্ব বঙ্গোপাসাগরে (Bay Of Bengal) একটি নিম্নচাপ সৃষ্টি করতে পারে। তারপর নিম্নচাপটির উত্তরপশ্চিম দিকে এগিয়ে পরবর্তী ৪৮ ঘণ্টায় ওড়িশা উপকূলে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে।
আর ওড়িশা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী হওয়ায় ২৬ ও ২৭ তারিখ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
তার মধ্যে ২৬ তারিখ পূর্ব মেদিনীপুরের (East Midnapore) দু-এক জায়গায় ভারী বর্ষণের সতর্কতা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
আর ২৭ তারিখ দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে হতে পারে ভারী বৃষ্টি। তবে বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি।
অন্যদিকে নিম্নচাপের কারণে সমস্ত মৎস্যজীবীদের ২৫ তারিখ থেকে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। আর যাঁরা ইতিমধ্যেই মাছ ধরতে গিয়েছেন তাঁদেরও ২৪ তারিখ সন্ধ্যের মধ্যে ফিরে আসার নির্দেশ দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।