Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Forecast : তাপমাত্রা স্বাভাবিকের নীচেই, ফের বৃষ্টির সম্ভাবনা, কবে থেকে?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Jan 2022,
  • Updated 8:31 AM IST
  • 1/6

সোমবারের (Monday) পর আজ মঙ্গলবারও (Tuesday) স্বাভাবিকের নিচে তাপমাত্রা। 

  • 2/6

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এদিন শহর কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ২২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম।

  • 3/6

পাশাপাশি দিনের সর্বোনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। একইসঙ্গে সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকলেও আকাশ মূলত পরিষ্কার থাকবে বলেই জানা গিয়েছে। 

  • 4/6

হাওয়া অফিস আরও জানাচ্ছে, আগামী ২০ তারিখ পর্যন্ত কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে (South Bengal) রাতের তাপমাত্রায় তেমন কোনও হেরফের দেখা যাবে না। শুষ্ক থাকবে আবহাওয়ায়ও।

  • 5/6

তবে ২১ তারিখ থেকে তাপমাত্রা একটু বাড়তে পারে। ২১ তারিখ হালকা বৃষ্টিও হতে পারে দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায়। 

  • 6/6

অন্যদিকে আগামিকাল উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং-এ হতে পারে বৃষ্টি। ২০ তারিখ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। আর ২১ তারিখ উত্তরবঙ্গের (North Bengal) সব জেলাতেই হতে পারে বৃষ্টি। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement