Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Forecast Of Bengal : আজও এই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস, শীত ফিরতে আর কতদিন?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Jan 2022,
  • Updated 8:44 AM IST
  • 1/6

ধীরে ধীরে কমছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে আজ ২৫ তারিখ কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকায় সকালের দিকে কুয়াশা থাকলেও আকাশ মূলত আংশিক মেঘলাই থাকবে। 

  • 2/6

একইসঙ্গে এদিন শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলিতেই হালকা বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। 

 

আরও পড়ুন5000mAh-৩টি ক্যামেরার স্টাইলিশ স্মার্টফোন! কিনুন মাত্র ২৯৭ টাকার EMI-তে

  • 3/6

আজকের পর থেকে পরিষ্কার হয়ে যাবে আকাশ। শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে। 

  • 4/6

দক্ষিণবঙ্গে (South Bengal) ২৭ তারিখ থেকে আকাশ পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal) উপরের ৫ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  • 5/6

এদিকে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও এখনও স্বাভাবিকের উপরেই রয়েছে দিনের সর্বনিম্ন তাপমাত্রা। হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২১.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম।

  • 6/6

পাশাপাশি দিনের সর্বনিম্ন তপামাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। আবহাওয়াবিদরা মনে করছেন আগামী ২৪ ঘণ্টা পর থেকে ফের কমবে রাতের তাপমাত্রা, ফিরবে শীতের আমেজ।  

Advertisement
Advertisement