উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণের ক্ষেত্রে এখনও অপেক্ষার দিন গোনা?
জুলাইয়ের মাঝামাঝি কাটিয়ে ফেললেও এখনও পর্যন্ত ভারী বৃষ্টির মুখ দেখল না সমগ্র দক্ষিণবঙ্গ। বৃষ্টির ঘাটতিও বেশ খানিকটা।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ রয়েছে। মৌসুমী অক্ষরেখাও নিজস্ব অবস্থান থেকে একটু দক্ষিণে রয়েছে।
সে কারণে এখনই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ৪ দিন পর্যন্ত একইভাবে চলবে। তবে আজ দিনভর মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের কিছু জেলায়।
আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টিই চলবে। দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় একটু ভারী বৃ্ষ্টি হতে পারে।
কলকাতা, হাওড়া, হুগলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ, নদিয়া ইত্যাদি জেলাগুলিতেও একই আবহাওয়া থাকবে। এদিন, কলকাতা সহ সংলগ্ন কিছু এলাকায় সকাল থেকেই মেঘলা আকাশ ও হালকা বৃষ্টি হয়। তারপরই ফের ঝলমলে রোদ।
তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখার কারণে ভারী বৃষ্টি হবে।
কাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। ২০ তারিখ পর্যন্ত তা চলতে পারে।