Advertisement

পশ্চিমবঙ্গ

Bengal Winter Update: কবে থেকে বাড়বে তাপমাত্রা? জানাল হাওয়া অফিস

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 08 Jan 2023,
  • Updated 6:14 PM IST
  • 1/10

কনকনে ঠান্ডায় কাঁপছে গোটা রাজ্য। শুক্রবার ছিল মরসুমের শীতলতম দিন। তার পর সামান্য তাপমাত্রা বাড়লেও বিশেষ  হেরফের হয়নি। আরও কদিন থাকবে শীত? 

  • 2/10

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আরও কিছু দিন রাজ্যে জাঁকিয়ে শীত থাকবে।   তার সঙ্গত দেবে কুয়াশা। রাজ্যের সব জেলায় সকালবেলায় থাকবে ঘন কুয়াশা। আগামী দুদিন ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গে। 

  • 3/10

সেই সঙ্গে মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর- পাঁচ জেলায় রয়েছে শৈত্য়প্রবাহের পূর্বাভাস। 

  • 4/10

কবে বাড়বে তাপমাত্রা? 

হাওয়া অফিস জানিয়েছে,আগামী ৩ দিন রাতের তাপমাত্রার খুব একটা পরিবর্তন কিছু নেই। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ৩ দিন পর ১২ জানুয়ারি থেকে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা থাকছে।

  • 5/10

জেলায় জেলায় তাপমাত্রা নেমে গিয়েছে এক অঙ্কের ঘরে। রবিবার দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ৭.২ ডিগ্রি সেলিসিয়াস। দার্জিলিঙের সঙ্গে গতকাল পাল্লা দিয়েছিল পুরুলিয়া। এ দিন কালিম্পং, পুরুলিয়া ও বর্ধমানে পারদ নেমেছে  ৯ ডিগ্রিতে। 

  • 6/10

রবিবার মালদহের সর্বনিম্ন তাপমাত্রা ৯.১ ডিগ্রি সেলসিয়াস। তাছাড়া  জলপাইগুড়িতে পারদ নেমেছে ৯.৩ ডিগ্রিতে। কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি। ৯.২ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা কৃষ্ণনগরে। শ্রীনিকেতনে ৯.৩ ডিগ্রি ও বাঁকুড়ায় ৯.৮ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা। 

  • 7/10

বালুরঘাটের তাপমাত্রা ১০ ডিগ্রি। একই তাপমাত্রা কাঁথি ও বারাকপুরের। মেদিনীপুরের পারদ নেমেছে ১০.৫ ডিগ্রিতে। 

  • 8/10

১০.৪ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা  উলুবেড়িয়ায়। ক্যানিংয়ের তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। আর  ডায়মন্ড হারবারের শীতের পারদ ১১.৪ ডিগ্রি সেলসিয়াস।
 

  • 9/10

শুক্রবার কলকাতায় পারদ নেমেছিল ১০ ডিগ্রিতে। তার পর থেকে ১২ ডিগ্রির আশপাশেই রয়েছে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম।  আপাতত এই তাপমাত্রাই থাকবে।

  • 10/10

উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২ দিন সকালের দিকে ঘন কুয়াশার সতর্কতা থাকছে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য কম থাকবে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement