Advertisement

পশ্চিমবঙ্গ

Bengal Winter Update: রাজ্যে তাপমাত্রা আরও কমার পূর্বাভাস, আর ক'দিন শীত শীত ভাব?

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Feb 2023,
  • Updated 5:03 PM IST
  • 1/8

হঠাৎ করে বাংলায় শীতের আমেজ। শেষবেলায় বেশ ঠান্ডা অনভূত হচ্ছে। আরও খানিকটা নামতে পারে তাপমাত্রা। এমনটাই জানাল আলিপুরের আবহাওয়া দফতর। 

  • 2/8

রবিবারের চেয়ে সোমবার রাজ্যের তাপমাত্রা বেশ খানিকটা কমেছে। এই রেশ থাকবে। 
 

  • 3/8

হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২ থেকে ৩ দিন শীতের আমেজ বজায় থাকবে। তার পর ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা। বিদায়ের পথে উত্তুরে হাওয়া। 

  • 4/8

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গের সব জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা আর একটু কমতে পারে। পারদ পতন হতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। 

  • 5/8

১৪ ও ১৫ ফেব্রুয়ারি ঠান্ডা অনুভব করতে পারবেন বঙ্গবাসী। তার পর ১৬ ফেব্রুয়ারি থেকে তাপমাত্রা ধীরে ধীরে আরও বাড়তে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

  • 6/8

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে থাকবে মাঝারি কুয়াশা। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে যা ১ ডিগ্রি কম।

  • 7/8

কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।

  • 8/8

এই মুহূর্তে রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। গত ২৪ ঘণ্টাতেও বৃষ্টি হয়নি।

Advertisement
Advertisement