Advertisement

পশ্চিমবঙ্গ

Weather West Bengal : রাজ্যে আবহাওয়ার বিরাট বদল, ৮ ডিগ্রিতে নামবে তাপমাত্রা? পূর্বাভাস

Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Jan 2023,
  • Updated 5:57 PM IST
  • 1/9

ইংরেজি নববর্ষের  আগের দিন থেকেই বাংলায় তাপমাত্রা কমতে শুরু করেছে। শীতের আমেজ উপভোগ করছে রাজ্যের মানুষ। তবে এখানেই থামবে। বরং আরও ঝোড়ো ইনিংস শুরু করছে শীত। 
 

  • 2/9

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৫ তারিখ থেকে পরবর্তী দু-তিন দিনে ২ থেকে ৪ ডিগ্রি মত কমতে পারে তাপমাত্রা।

  • 3/9

কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় সামান্য কমে তাপমাত্রা ১৪ ডিগ্রির কাছাকাছি এসে দাঁড়াবে তাপমাত্রা। তবে তা ১৩ ডিগ্রিতেও নামতে পারে। 

  • 4/9

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ও জঙ্গলমহলে তাপমাত্রা আরও কমতে পারে। আবহাওয়াবিদদের মতে, সেখানে তাপমাত্রা হতে পারে ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস। 

  • 5/9

সবথেকে তাপমাত্রা কমার সম্ভাবনা উত্তরবঙ্গে। সেখানে মূলত শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে। তবে ৫ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কমতে থাকবে। 

  • 6/9

আবহাওয়াবিদদের একাংশের মতে, সেই তাপমাত্রা নেমে হতে পারে ৮ থেকে ৯ ডিগ্রি। বিশেষ করে দার্জিলিং এই তাপমাত্রার সাক্ষী থাকতে পারে। 

  • 7/9

উত্তরবঙ্গে আগামী ৫ দিন সকালের দিকে কুয়াশা থাকবে। দার্জিলিংয়ে হু হু করে ঠান্ডা বাড়বে। আর বাকি জেলাগুলিতে ২ বা ৩ ডিগ্রি কমতে পারে।

  • 8/9

মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর- এই ৩ জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। 

  • 9/9

বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কমতে শুরু করলেও উত্তুরে হাওয়ার দাপট বাড়বে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই। কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলি তা টের পাবে। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement