Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Forecast Bengal Tomorrow : শুষ্ক দক্ষিণবঙ্গ, কবে থেকে আরও নামবে তাপমাত্রার পারদ?

Aajtak Bangla
  • দিল্লি,
  • 01 Nov 2022,
  • Updated 7:07 PM IST
  • 1/7

আপাতত শুষ্কই থাকছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের আবহাওয়া। মঙ্গলবারও এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office)। 

  • 2/7

হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকায় ভোরের দিকে কিছুটা কুয়াশা থাকতে পারে। তবে বেলার দিকে মূলত পরিচ্ছনই থাকবে আকাশ। 

  • 3/7

সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজকের মতোই। 

  • 4/7

হাওয়া অফিস বলছে আগামী ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২.৩ ডিগ্রি সেলসিয়াস। শুধু বুধবারই নয়, আপাতত ৬ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal) আবহাওয়া এমনটাই থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। 

আরও পড়ুন - শোওয়ার আগে এই খাবার-পানীয় এড়িয়ে চলাই ভাল, ঘুমের বারোটা বাজে

 

  • 5/7

অন্যদিকে শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গেও। এক্ষেত্রে আলিপুর আবহাওয়া দফতর বলছে, আপাতত ৩ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। 

  • 6/7

তবে ৪ ও ৫ তারিখ দার্জিলিং ও আলিপুরদুয়ারে হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাত। 

  • 7/7

কিন্তু রাজ্যে জাঁকিয়ে শীত কবে থেকে সেই বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানা যায়নি।

Advertisement
Advertisement