Advertisement

পশ্চিমবঙ্গ

বিধিনিষেধ শিথিল হতেই রাজ্যে বাড়ল COVID সংক্রমণ

Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Jul 2021,
  • Updated 8:47 PM IST
  • 1/8

করোনা  মোকাবিলায় রাজ্যে জারি একাধিক বিধিনিষেধ। তবে জুলাইয়ের শুরুতেই সেক্ষেত্রে বিশেষ কিছু ছাড় দেওয়া হয়েছে। সেইসঙ্গে রাজ্যের রাস্তায় সরকারি ও বেসরকারি বাস নামার গ্রিন সিগন্যালও দিয়েছে নবান্ন। 
 

  • 2/8

আর এসবের মাঝে জুলাইয়ের প্রথম দিনেই বাড়ল দৈনিক সংক্রমণ। বুধবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১,৪৭৮। কিন্তু বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের দেওয়া বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ১,৫০১ জন।
 

  • 3/8

গতকালের থেকে রাজ্যে দৈনিক মৃত্যু কমেছে। বুধবার করোনা প্রাণ কেড়েছিল ২৯ জনের। গত ২৪ ঘণ্টায় করোনার বলি হয়েছেন ২৭ জন। ফলে রাজ্যে এখনও পর্যন্ত করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছেন ১৭,৭৩৫ জন।
 

  • 4/8


পয়লা জুলাই রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দঁড়িয়েছে ২০,১৭০ জন। রাজ্যে বর্তমানে সুস্থতার হার ৯৭.৪৮ শতাংশ। মৃত্যু হার ১.১৮ শতাংশ। 

  • 5/8

গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ১,৮৮৯ জন। ফলে রাজ্যে মোট করোনা জয়ীর সংখ্যা ১৪ লক্ষ ৬৩ হাজার ৩৭৯। আর বাংলায় এখনও পর্যন্ত মোটি কোভিড ১৯ আক্রান্ত হয়েছেন ১৫ লক্ষ ১ হাজার ২৮৪ জন। 
 

  • 6/8

রাজ্যে সংক্রমণের শীর্ষে এখনও  রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা। গত ২৪ ঘণ্টায় এই জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩৬ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের। অন্যদিকে, কলকাতায় এই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ১২৭ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের। 

  • 7/8

এদিকে সমতলের পাশাপাশি চিন্তায় রাখছে  পাহাড়ও। গত ২৪ ঘণ্টায় দার্জিলিংয়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩৫ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের, জলপাইগুড়িতে আক্রান্তের সংখ্যা ১১৭ জন। রাজ্যের প্রতিটি জেলা থেকে এদিনও এসেছে করোনা সংক্রমণের খবর। 
 

  • 8/8


অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৫ জনের।  একদিনে আক্রান্তের সংখ্যা ৪৮ হাজার ৭৮৬।  দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৯৯ হাজার ৪৫৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪ লক্ষ ১১ হাজার ৬৩৪। অ্যাক্টিভ কেস ৫ লক্ষ ২৩ হাজার ২৫৭। এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৪ লক্ষ ৮৮ হাজার ৯১৮ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৬১ হাজার ৫৮৮।
 

Advertisement
Advertisement