Advertisement

পশ্চিমবঙ্গ

West Bengal Rain Updates : কলকাতায় ৯০ কি.মি বেগে ঝড়, সঙ্গে বৃষ্টিও; আরও কতদিন চলবে?

শঙ্খ দাস
  • কলকাতা,
  • 21 May 2022,
  • Updated 6:49 PM IST
  • 1/7

পূর্বাভাস মতোই বৃষ্টিতে ভিজল দক্ষিণবঙ্গে (South Bengal) বিভিন্ন জেলা।  শনিবার (Saturday) সন্ধ্যায় ঘণ্টাখানেকের বৃষ্টিতে ভিজে যায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা। 

  • 2/7

সঙ্গে চলতে থাকে ঝোড়ো হাওয়া। যার জেরে বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়ারও খবর পাওয়া যায়। কোনও কোনও জায়গায় সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়।

  • 3/7

গাছ ভেঙে পড়ে ব্যাহত হয় মেট্রো চলাচলও। ডাফরিন রোডে গাছ ভেঙে পড়ে ট্রাফিক সার্জেন্টের বাইকে। তবে হতাহতের কোনও খবর নেই। হেঁদুয়ায় ভেঙে পড়েছে সিগন্যাল পোস্ট।

  • 4/7

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এদিন বিকেলে আলিপুরে ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে বয়ে গিয়েছে ঝড়। অন্যদিকে জেলায় গাছ চাপা পড়ে একাধিক মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। 

  • 5/7

আলিপুর আবহাওয়া দফতর বলছে মৌসুমী বায়ু এগিয়ে আসছে। ফলে আর্দ্রতাপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়েছে। 

আরও পড়ুনSSC: এবার এই ৫ জনের নামে FIR দায়ের করল CBI

  • 6/7

আগামী কয়েকদিন উত্তরবঙ্গের (North Bengal) ওপরের দিকের ৫ জেলা, অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং ও আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারমধ্যে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

  • 7/7

অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। সঙ্গে কখনও কখনও বইতে পারে ঝোড়ো বাতাস। এদিকে 
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement