রাজ্যে বৃষ্টির পূর্বাভাস জারি। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, গত কয়েকদিনের মতো আজও দুই বঙ্গে হতে পারে ঝড়বৃষ্টি।
হাওয়া অফিস বলছে, আজ শনিবার উত্তরবঙ্গের (North Bengal) ওপরের দিকের ৫ জেলা অর্থাৎ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।
এছাড়া বাকি জায়গাগুলিতেও বজ্রবিজ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে দক্ষিণবঙ্গেও (South Bengal) ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকছে। তবে তার পরিমান গতকালের চেয়ে কম থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
আজ আংশিক মেঘলা আকাশ থাকার পাশাপাশি ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে শহর কলকাতাতেও। তবে এরপর আগামিকাল থেকে ঝড়বৃষ্টির পরিমান দক্ষিণবঙ্গে অনেকটাই কমে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, এর আগে ২৩ থেকে ২৭ মে পর্যন্তই রাজ্যে লাগাতার ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস।
আরও পড়ুন - NTPC-তে প্রচুর শূন্যপদ, বেতন মাসে ১ লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত
অন্যদিকে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ শহর কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। তবে এরপর থেকে ধীরে ধীরে তা বাড়তে শুরু করবে।