Advertisement

লাইফস্টাইল

Rocky Island Dooars Hill: ডুয়ার্সে পাহাড়ের মাথায় আইল্যান্ড, পর্যটকদের চুম্বকের মতো টানে এই জায়গা

সংগ্রাম সিংহরায়
  • মালবাজার,
  • 28 May 2023,
  • Updated 2:15 PM IST
  • 1/9

Rocky Island Dooars Hill: পাহাড়ের উপর আইল্যান্ড (sland)বা দ্বীপ? অবাক করার মতোই ব্যাপার বটে। শুনে কিছুটা হকচকিয়ে যাওয়ার কথা। বিগত কিছু বছর ধরে পর্যটকদের চুম্বকের মতো টানে এই এলাকা।

 

  • 2/9

শিলিগুড়ি থেকে ৮০ কিলোমিটার মতো দূরত্হ। রকি আইল্যান্ডের সবচেয়ে কাছের জনপদ হল ডুয়ার্সের মেটেলি। কাছেই অবশ্য সামসিং। মাত্র ৪ কিলোমিটার। তবে বাজার-টাউন বলতে গেলে মেটেলি।

  • 3/9

ছবির মত সাজানো একটি পাহাড়ি গ্রাম। দীপ বলতেই আমাদের সমুদ্রের কথা মনে পড়ে। এটা তেমন নয়। এটা মূর্তি নদীর ধেয়ে আসা জলস্তরের মধ্যে বড় বড় পাথর দিয়ে আইল্যান্ডের মতো তৈরি হয়েছেষ রক থেকে রকি আইল্যান্ড নামটি এসেছে।

  • 4/9

তবে সমুদ্র নয়, রকি আইল্যান্ড হল দুরন্ত মূর্তি নদীর উচ্চগতির মাঝে এভাবে দাঁড়িয়ে থাকা জগদ্দল পাথর। আপনাকে হাতছানি দিয়ে ডাকবেই। এই পাথরের উপর উঠে ছবি তোলার হিড়িক পর্যটকদের বরাবরই পছন্দের। নদীতে প্রবল স্রোত থাকলেও জলধারা এতটাই কম, বিপদের আশঙ্কা তেমন নেই।

  • 5/9

এখানে থাকার জন্য দু তিনটে হোমস্টে আছে। পেয়ে গেলে ভাল, নইলে খুব কাছেই কয়েক কিলোমিটারের মধ্যে সুনতালেখোলা রয়েছে। যেখানে সরকারি পর্যটন দপ্তরের কটেজ এবং বেসরকারি হোটেল-হোমস্টেও রয়েছে। সেখান থেকে এখানে ঘুরে যাওয়া খুব একটা কষ্টসাধ্য নয়।

  • 6/9

রকি আইল্যান্ডের উপর দিকে খাড়া উঠে যাওয়ার নেওড়ার জঙ্গল। নীচের দিকে চা বাগান আর কমলা লেবু ঘেরা উঁচু উঁচু টিলা। রাতের বেলা দেখা যায় ডুয়ার্সের মালবাজার, চালসা, লাটাগুড়ি, গরুমারা। এবং সেখান থেকে ফাঁকে ফাঁকে ইতিউতি আলো।

  • 7/9

বুড়ি ছোঁয়া ঘুরে গেলে এখানকার মজা উপভোগ করা যায় না। অনেকে আসেন সারাদিন হুটোপাটি করে চলে যান। তবে রাতে থাকলে এই এলাকার নিঝুম সৌন্দর্য এক অপার্থিব অনুভূতি এনে দেয়। 

  • 8/9

সারা বছর এখানকার সৌন্দর্য আলাদা। তবে বর্ষার সৌন্দর্য যেমন, তেমনই ভয়ঙ্কর রূপ মূর্তি নদীর। তাই এবং হার্ট শক্তিশালী না হলে বর্ষায় এই এলাকা না ঘোরাই ভালো।

  • 9/9

নিকটবর্তী রেলস্টেশন মালবাজার। শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে নেমে গাড়ি ভাড়া করে সহজেই রকি আইল্যান্ড চলে যাওয়া যায়। ভাড়া দেড় থেকে দুই হাজার টাকা. রকি আইল্যান্ড বা আশপাশে যে কোনও জায়গায় হোমস্টেগুলিতে জনপ্রতি হিসেবে গড়ে হাজার টাকা খরচ রয়েছে থাকা খাওয়া সব নিয়ে।

Advertisement
Advertisement