Advertisement

পশ্চিমবঙ্গ

West Bengal Rain : রবিবার পর্যন্ত রাজ্যে লাগাতার বৃষ্টি! কোন কোন জেলায় জানুন

অনুপম মিশ্র
  • কলকাতা,
  • 11 Aug 2021,
  • Updated 9:35 AM IST
  • 1/8

কয়েকদিনের বৃষ্টিতে এমনিতেই নাজেহাল রাজ্যবাসী। লাগাতার বৃষ্টির জেরে পশ্চিম মেদিনীপুর, হুগলি ও হাওড়ায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। সেই জল এখনও নামেনি। শহর কলকাতাতেও একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছিল। এরইমধ্যে ফের বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। 
 

  • 2/8

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে দেরাদুন গোরক্ষপুরস পাটনা-তে বৃষ্টি হবে। আর তার ফলস্বরূপ ১১ থেকে ১৫ অগাস্ট টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। 
 

  • 3/8

কোথায় কোথায় হবে বৃষ্টি? আবহাওয়া দফতরের পূর্বাভাস ১১ তারিখ আলিপুরদুয়ার ও কোচবিহারে ১ থেকে ১১ সেমি পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়াও উত্তরবঙ্গের দার্জিলিং, মালদা ও দুই দিনাজপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

  • 4/8

১২ তারিখে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, মালদা ও দুই দিনাজপুর ও কালিম্পংয়ে। ৭ থেকে ২০ সেমি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যেই ওই জায়গাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মালদা ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। 

  • 5/8

১৩ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলির পাশাপাশি বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা, নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদে। 

  • 6/8

১৪ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলির পাশাপাশি ২ চব্বিশ পরগনা, হাওড়া ও হুগলিতে বৃষ্টি হতে পারে। পরিমাণ থাকবে ৭ থেকে ১১ সেমি। 

  • 7/8

১৫ তারিখেও আগের দিনের মতোই বৃষ্টি হবে। তবে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে পারে। 

  • 8/8

এই ধারাবাহিক বৃষ্টির ফলে নদীর জলস্তর বাড়তে পারে। ধস নামতে পারে দার্জিলিংয়ে ও কোচবিহারের একাধিক জায়গার জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।  

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement