Bengal Rain Forecast: তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসী। ইতিমধ্যে আকাশে মেঘ জমতে শুরু করেছে। তবে বৃষ্টি এল বলে?
আলিপুর হাওয়া অফিসের খবর অনুযায়ী, দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
যেসমস্ত জায়গায় বৃষ্টি হবে সেখানে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
পরবর্তী দু-তিন দিন আবহাওয়া শুষ্ক থাকবে। বিশেষত, পশ্চিমের যে জেলাগুলিতে তীব্র দাবদাহ ছিল সেখানে তাপমাত্রা কয়েক ডিগ্রি কমবে। তারপরের তিন-চারদিন আবার বাড়বে তাপমাত্রা।
উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ৪৮ ঘণ্টা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রভাব কিছুটা বেশি থাকবে ২২ এপ্রিল।
সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। সম্ভাবনা আছে শিলাবৃষ্টিরও। আগামী ২৩- ২৫ এপ্রিল উত্তরবঙ্গের প্রধান ৫টি জেলায় বৃষ্টিপাত চলবে।
কলকাতাতেও আগামী ৪৮ ঘণ্টায় নামতে পারে বৃষ্টি। তাপমাত্রাও আগামী ২ দিন একটু কমবে, স্বস্তির খবর দিল হাওয়া অফিস।
বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।
(ছবি:ফাইল)