Advertisement

পশ্চিমবঙ্গ

West Bengal Rain Updates : নিম্নচাপের প্রভাবে ঝোড়ো হাওয়া, উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে, কবে থেকে?

শঙ্খ দাস
  • কলকাতা,
  • 14 Jul 2022,
  • Updated 6:59 AM IST
  • 1/12

West Bengal Rain Updates: দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে টানা কয়েকদিন বৃষ্টি হবে। সোমবারের পর থেকে তা বাড়তে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। এ কথা জানিয়েছে আালিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে। 

  • 2/12

ভারী বৃষ্টি সম্ভাবনা দক্ষিণবঙ্গে এখন নেই। আগামী চার-পাঁচ দিন ছোট ছোট সময় ধরে বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। 

  • 3/12

একটু বেশি বৃষ্টি হবে কলকাতা হাওড়া, ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামী চারদিন। 

  • 4/12

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এই মুহূর্তে একটি নিম্নচাপ আমাদের থেকে অনেক দূরে ওড়িশা উপকূলে রয়েছে।

আরও পড়ুন: দেখতে 'Cute', লাগে না লাইসেন্স, এক চার্জেই চলে ১০০ কিলোমিটার

আরও পড়ুন: ITR ফাইল করে ভেরিফাই করিয়েছেন তো? না হলে গুণতে হবে মোটা টাকা

আরও পড়ুন: ঋদ্ধিমানকে 'হুঁশিয়ারি', খতিয়ে দেখতে ৩ সদস্যের কমিটি BCCI-র

  • 5/12

আবারও উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে ১৮ তারিখের পর থেকে বিশেষ করে ওপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। 

  • 6/12

মৎস্যজীবীদের জন্য বিধিনিষেধ বজায় থাকছে। মৎস্যজীবীদের সমুদ্রের ১৫ তারিখ পর্যন্ত যেতে মানা করা হয়েছে। কারণ সমুদ্রে ৪৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। 

  • 7/12

সুস্পষ্ট নিম্নচাপ এখন ওড়িশা উপকূলের রয়েছে। তাই উপকূলে জেলাগুলোতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া হবে। টানা থাকবে না। দমকা হাওয়া বইবে। 

  • 8/12

বিশেষ করে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণা। তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন নেই। 

  • 9/12

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এমনিতে জুন মাসে দক্ষিণবঙ্গে বৃষ্টি কম হয়েছে। পাশাপাশি আগামী পাঁচ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। 

  • 10/12

বেশিরভাগ বৃষ্টি হবে বিক্ষিপ্ত ভাবে। এবং খুব সামান্য সময়ের জন্য একটু বৃষ্টি হবে। আর তারপর আবার আকাশ পরিষ্কার হয়ে যাবে।

  • 11/12

দেখা যাচ্ছে, গত কয়েকদিন তাই হচ্ছে। মূলত উপকূলের দক্ষিণ ২৪ পরগন এবং দুই মেদিনীপুরে সামান্য একটু বেশি বৃষ্টি বেশি হবে মনে করা হচ্ছে। আগামী চার থেকে পাঁচ দিন বৃষ্টি বিক্ষিপ্ত হালকা হবে দক্ষিণবঙ্গে।

  • 12/12

এবার উত্তরবঙ্গে অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে জুন মাসে। দক্ষিণবঙ্গে ঠিক উল্টো। মানে সেখানে বৃষ্টির ঘাটতি রয়েছে। আর এর প্রভাব চাষবাসের কাজে পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement