Advertisement

পশ্চিমবঙ্গ

West Bengal Weather Forecast : কমবে রাতের তাপমাত্রা, বাড়বে ঠান্ডা, জাঁকিয়ে শীত কবে থেকে?

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 01 Jan 2022,
  • Updated 7:55 AM IST
  • 1/10

West Bengal Weather Forecast: পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছিল। কলকাতাতেও সামান্য বৃষ্টি হয়েছে। উত্তুরে বাতাস ঢুকতে বাধা পেয়েছিল। তবে এখন আর সেই পরিস্থিতি নেই। 

আরও পড়ুন: গাড়িতে সেক্স? ট্রাই করে দেখতে পারেন এই ৫ পজিশন

  • 2/10

ঝঞ্ঝা চলে গিয়েছে। এখন রাতের তাপমাত্রা একটু একটু করে কমবে। জানাচ্ছে আলিপুর আবহওয়া দফতর।

আরও পড়ুন: দেখা দিলেন শাহরুখ খান, আরিয়ান জামিন পাওয়ার পর এই প্রথম

  • 3/10

জাঁকিয়ে শীত না পড়লেও ঠান্ডা বাড়বে। তবে আরও একটি পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। সেটা জানুয়ারি মাসের ৪ তারিখে। 

আরও পড়ুন: 'এক ব্য়ক্তি এক পদ নীতি' মানা হল কই! তৃণমূল-তালিকায় ৭ MLA-MP

  • 4/10

ফলে এই যে তাপমাত্রা কমবে, তা বেশিদিন স্থায়ী হবে না। ফলে ৫ তারিখের পর রাতের তাপমাত্রা একটু বাড়বে।

আরও পড়ুন: চুল দিয়ে যায় ঝোলা! দুনিয়ার সবথেকে মজবুত চুল ২২ বছরের এই মহিলার

  • 5/10

আগামী দিন চারেক রাজ্যের আবহাওয়া প্রধানত শুষ্ক। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, যেমন বলেছিলেন, তেমন বৃষ্টি পেয়েছি। দার্জিলিঙে স্লোফল হয়েছে। ঝঞ্ঝা চলে গিয়েছে। দিন চারেক বৃষ্টির সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা একটু একটু করে কমবে।

আরও পড়ুন: কোষ্ঠকাঠিন্য বিপজ্জনক, এই ১০ ঘরোয়া উপায়েই মুশকিল আসান

  • 6/10

রাজ্যে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে এমন হবে। কারণ ঝঞ্ঝার চলে যাওয়ার পর জলীয় বাষ্প পড়ে থাকছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। 

আরও পড়ুন: PWD ইঞ্জিনিয়ারের বাড়িতে জলের বদলে বেরোচ্ছে টাকা! মাথায় হাত দুর্নীতি দমন শাখার

  • 7/10

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। কারণ ইতিমধ্যে তাপমাত্রা বেড়ে গিয়েছিল। তবে এখন ঠান্ডা থাকবে। জেলায় আরও বেশি। ১ তারিখ মানে শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে। 

 

  • 8/10

জেলায় তা আরও কম থাকবে। তা ১২-১৩ ডিগ্রি সেলসিয়ায় থাকবে। জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। কারণ কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশিই থাকবে।

  • 9/10

শনিবার কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ এবং ১৫ ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিক মেঘলা থাকার কথা। কাল, রবিবার কলকাতার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। 

 

  • 10/10

এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শুক্রবার মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement