Advertisement

পশ্চিমবঙ্গ

Kalpataru Utsav : COVID বিধি মেনে কামারপুকুরে পালিত কল্পতরু উৎসব, হাজির ভক্তরা

ভোলানাথ সাহা
  • কামারপুকুর,
  • 01 Jan 2022,
  • Updated 2:48 PM IST
  • 1/10

Kalpataru Utsav: রামকৃষ্ণ দেবের জন্মস্থান এবং মা সারদার জন্মভূমি হিসেবে পরিচিত হুগলি জেলার আরামবাগের কামারপুকুর (Kamarpukur)। বছরের বিভিন্ন সময় এখানে রামকৃষ্ণ দেব, স্বামী বিবেকানন্দ এবং সারদা দেবীর জন্মদিন এবং তাদের জীবনের গুরুত্বপূর্ণ দিনে সামাজিক অনুষ্ঠান আয়োজিত করা হয়।

  • 2/10

সেই কারণে দেশ-বিদেশ থেকে আগত অজস্র রামকৃষ্ণ-বিবেকানন্দ ভক্ত শামিল হন। ইংরেজি বছরের প্রথম দিনে মানে পয়লা জানুয়ারি বিখ্যাত কল্পতরু উৎসব (Kalpataru Utsav)-এর আনন্দে মেতে উঠল কামারপুকুর (Kamarpukur)।

আরও পড়ুন: দেখা দিলেন শাহরুখ খান, আরিয়ান জামিন পাওয়ার পর এই প্রথম

  • 3/10

প্রতি বছরের মতো এ বছরেও ঠাকুর রামকৃষ্ণদেবের কল্পতরু উৎসবে কামারপুকুর (Kamarpukur) শ্রী রামকৃষ্ণ মঠ ও মিশনের বহু দেশ বিদেশ থেকে ভক্ত পর্যটকের সমাগম। হাজার হাজার লোককে রামকৃষ্ণ মিশন এবং মাঠ কর্তৃপক্ষ তরফ থেকে ভোগ বিতরণ করা হয়। 

আরও পড়ুন: রাত-বিরেতে ঘুঙুরের শব্দ, ধূপধুনোর গন্ধও, শান্তিপুরের সেই বাড়িতে যাবেন?

  • 4/10

কিন্তু এ বছর করোনা অতিমারী বিশেষভাবে ওমিকন আতঙ্কে মহামারী করোনা স্বাস্থ্যবিধি মেনে মঠে ভক্তদের প্রবেশ করানো হয়।

আরও পড়ুন: দুয়ারে COVID ভ্যাকসিন সার্টিফিকেট, এই নম্বরে হোয়াটসঅ্য়াপ করলেই

  • 5/10

সবার মুখে মাস্ক এবং হাতে স্যানিটাইজার দেওয়া বাধ্যতামূলক করা হয়। করোনা স্বাস্থ্যবিধিকে মেনে এবং বিভিন্ন প্রকারের কড়াকড়ি পালন করেও আজকে বছরের প্রথম দিন বিখ্যাত কল্পতরু উৎসবের উপলক্ষে কামারপুকুর রামকৃষ্ণ মঠ মিশনের আগত দর্শনার্থী এবং ভক্তদের উন্মাদনা একটু ঘাটতি দেখা যায়নি।

  আরও পড়ুন: বাঁদরদের জন্য গাছ লাগানো বিশেষ ব্রিজ, আরামে করবে রাস্তা পার

  • 6/10

মঠ কর্তৃপক্ষ জানান, আজকের দিনটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রামকৃষ্ণ দেব আজকের দিনে কল্পতরু হয়েছিলেন। তাঁর ভক্তদের তিনি কল্পতরু হয়ে তাদের মনের বাসনা পূর্ণ করেছিলেন।

আরও পড়ুন: নলেন গুড় হুড়মুড়িয়ে ওজন কমিয়ে দেয়? বিশেষজ্ঞরা বলছেন...

  • 7/10

তাই আজকের দিনটি কল্পতরু উৎসব হিসেবে পালিত হয়। প্রতি বছরের মতো এবছরও কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের বহু ভক্তের সমাগম ঘটেছে। এবং বিশেষ পূজা পাঠের মাধ্যমে আজকের দিনটি উযাপিত হয়।

আরও পড়ুন: সরকারি বাসে ২০ তাজা বোমা, একটু এদিক-ওদিক হলেই...

 

  • 8/10

কামারপুকুর শ্রী রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ ‌মহারাজ স্বামীর লোকোত্তর আনন্দজি জানান, প্রতি বছরের মতো এ বছরেও রামকৃষ্ণ মঠ ও মিশনের উদযাপিত হচ্ছে কল্পতরু উৎসব। রামকৃষ্ণ দেব আজকের দিনেই কল্পতরু হয়েছিলেন। তাই এই দিনটিকে বিশেষ ভাবে পালন করা হয়। বহু ভক্তের সমাগম সমাগম ঘটেছে।

  • 9/10

প্রায় তিন হাজার ভক্ত প্রসাদ গ্রহণ করবেন। এবং বিশেষ পূজা পাঠের মাধ্যমে আজকে দিনটি উদযাপিত হবে। বহু দেশ-বিদেশ থেকে মানুষ আজকের দিনে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন এসে উপস্থিত হন।

 

  • 10/10

সরকারি স্বাস্থ্য বিধি মেনেই এই করোনা পরিস্থিতিতে মাঠের ভিতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে দর্শনার্থী ও ভক্তদের।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement