Advertisement

পশ্চিমবঙ্গ

West Bengal Weather Forecast: দোলের সকাল থেকেই চড়ল পারদ, দিনভর কেমন আবহাওয়া?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Mar 2023,
  • Updated 6:58 AM IST
  • 1/8

আজ দোল উৎসব ও কাল অর্থাৎ ৮ তারিখ হোলি। আজ দিনভর দোলের উৎসবে মাতার পালা। এই দু'দিনই তপ্ত গরম থাকবে বেলা বাড়লে। সকাল ও রাতের দিকে হালকা ঠান্ডার আমেজ আরও কিছুদিন থাকছে। 
 

  • 2/8

গত দু'দিন ধরে তাপমাত্রা বেশ খানিকটা বেড়েছে। ৮ তারিখ থেকে কয়েকটি জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা এক ডিগ্রি মতো বাড়তে পারে।
 

  • 3/8

১১ তারিখের পর সর্বোচ্চ তাপমাত্রা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা। ফলে বসন্তের দ্বিতীয় সপ্তাহেই তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছাড়াবে।
 

  • 4/8

দক্ষিণবঙ্গে জেলার দিকে তাপমাত্রা বাড়ছে। বেলা বাড়লেই বাড়ছে রোদের তেজ। সেই সঙ্গে বাড়ছে অস্বস্তিকর গরম। 
 

  • 5/8

আজ কলকাতা ও তার আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ প্রায় ৫৪ শতাংশ।
 

  • 6/8

বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছাড়িয়েছে। তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
 

  • 7/8

তবে, দার্জিলিং-কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা। এছাড়া, আর কোথাও ইতিমধ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
 

  • 8/8

আগামী পাঁচ দিন তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement