Advertisement

পশ্চিমবঙ্গ

Bengal Rain Weather Update: নতুন সপ্তাহের শুরুতেই দুর্যোগ, টানা ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কলকাতার কী হাল?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Mar 2023,
  • Updated 7:29 AM IST
  • 1/9


উত্তর-পূর্ব রাজস্থান থেকে দক্ষিণ আসাম পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এর জেরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে শুরু হওয়া নতুন সপ্তাহে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা থাকছে। 

  • 2/9

১৫ মার্চ থেকেই রাজ্যে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির হয়েছে নিয়মিত ভাবে।  বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও। নতুন সপ্তাহে টানা কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে।

  • 3/9

 আবহাওয়া দফতর সূত্রে খবর, প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে বৃষ্টি বাড়বে। বুধবার পর্যন্ত চলবে এই পরিস্থিতি। উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হবে।

  • 4/9

রবিবার দুপুর থেকেই ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া এবং শিলা বৃষ্টির পূর্বাভাস ছিল। পরে এই ঝড়-বৃষ্টি রাজ্যের অধিকাংশ জেলাতেই হয়। তাতে তাপমাত্রার দাপট কিছুটা হলেও কমেছে।

  • 5/9

হাওয়া অফিস জানাচ্ছে, সোমবার দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৮ মার্চ মঙ্গলবার  উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও হাওড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও হাওড়ায় বৃহস্পতিবার পর্যন্ত এই আবহাওয়া থাকার সম্ভাবনা।
 

  • 6/9

হাওয়া অফিসের পূর্বাভাস, সোমবার  উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৮ মার্চ মঙ্গলবার  দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যাৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস  রয়েছে।
 

  • 7/9

এদিকে মার্চের গোড়া থেকেই এবার পড়ি কি মরি করে উঠতে শুরু করেছে পারদ। দিনের তাপমাত্রা এর মধ্যেই ৩৫ ডিগ্রি ছুঁইছুঁই। এবার মার্চ থেকে মে পর্যন্ত কাঠফাটা গরমের পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দফতর। গত কয়েক দিন ধরে যে ভাবে পারদের ঊর্ধ্বমুখী গতি থাকছে, তাতেও সেই ইঙ্গিত স্পষ্ট। পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যে ৩৭ ডিগ্রি পেরিয়ে গিয়েছে। তবে রবিবার ঝড়-বৃষ্টি রাজ্যের অধিকাংশ জেলাতেই হয়। তাতে তাপমাত্রার দাপট কিছুটা হলেও কমেছে।
 

  • 8/9

কলকাতার  আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার পর্যন্ত। সোম ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার উপরে থাকবে।আগামী ২৪ ঘন্টায় সর্বোচ্চ  তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি।

 

 
 

 

 

  • 9/9

আগামী ৫ দিন উত্তরবঙ্গের জেলাগুলির দিনের তাপমাত্রার তেমন বড় কোনও পরিবর্তন হবে না। বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।
 

Advertisement
Advertisement