Advertisement

পশ্চিমবঙ্গ

Weekly Weather Update: আজও কালবৈশাখীর পূর্বাভাস , এই জেলাগুলিতে শিলা বৃষ্টিও, নতুন সপ্তাহে বড় চমক আবহাওয়ার

Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Mar 2023,
  • Updated 6:51 AM IST
  • 1/9


পূর্বাভাস ছিলই। সেই মতো কলকাতা-সহ ১০ জেলায় বৃষ্টি হয়েছে শনিবার। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে  ঝোড়ো হাওয়া। 
 

  • 2/9

শনিবার রাতে শহর কলকাতায় বৃষ্টি হয়েছে। পাশাপাশি  পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতেও  হালকা থেকে মাঝারি বৃষ্টির দেখা মিলেছে। সঙ্গে ঝোড়ো হাওয়া।
 

  • 3/9

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে আরও কিছু দিন ঝড়বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার এবং সোমবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। 

  • 4/9

দক্ষিণবঙ্গের তিন জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। শিলাবৃষ্টি হতে পারে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। সেই সঙ্গে জেলায় জেলায় কালবৈশাখীর প্রভাবে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 
 

  • 5/9

হাওয়া অফিস বলছে, আজ  ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের  মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমে। 
 

  • 6/9

আগামী পাঁচ দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে হতে পারে শিলাবৃষ্টি। কোচবিহার এবং আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 

  • 7/9

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে  দুটি ওয়েদার সিস্টেম রয়েছে, একটি  অক্ষরেখা রয়েছে  যার অবস্থান হচ্ছে রাজস্থান থেকে বিহার পর্যন্ত এবং আরেকটি অক্ষরেখা আছে যার অবস্থান হার থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত এর সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্ত , এর অবস্থান ছত্রিশগড় এবং সংলগ্ন  ঝাড়খন্ড এলাকায়। এদিকে বঙ্গোপসাগর দিয়ে প্রচুর আদ্রর্তা  ঠুকছে বাংলায়। ফলে এদিনও দুই বঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। 
 

  • 8/9

২২ তারিখ অর্থাৎ নতুন সপ্তাহের মঙ্গলবারের পর থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে বলে মনে করছেন আবহবিদেরা।

  • 9/9

আজ অর্থাৎ রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রির কাছাকাছি,  বুধবারে পর থেকে তাপমাত্রা ৩০ ডিগ্রির উপরে যাওয়া সম্ভবনা থাকছে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২১.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ২ ডিগ্রি কম।

 

 


 

 
 

 

 

Advertisement
Advertisement