গত কয়েকদিন ধরে আকাশ আংশিক মেঘলা। সূর্যের সেই প্রখর তেজ দেখা যাচ্ছে না। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কারণে তাপমাত্রাও অনেকটা কমেছে।
হাওয়া অফিস বলছে, আজও ঝড়-বৃষ্টি চলবে রাজ্যজুড়ে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি।
দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনাতে ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। এই জেলাগুলিতেই বেশি কালবৈশাখী হবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন। তবে বুধবার থেকে (২২ মার্চ) পরিস্থিতির কিছুটা বদল হবে বলে জানা যাচ্ছে। যদিও আরোও ৩-৪ দিন দার্জিলিং,কালিম্পং ,জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।
মঙ্গলবার পর্যন্ত ঝড়-বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। বুধবার বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচ জেলাগুলিতে শনিবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।
তবে বুধবার থেকে পরিস্থিতির কিছুটা বদল হবে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, ২২ তারিখ থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে। কিছুটা উন্নতি হবে আবহাওয়ার এবং উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ উভয় ক্ষেত্রেই আগামী ২৩ মার্চ থেকে ঝড়-বৃষ্টি থাকবে না বলে জানাচ্ছে হাওয়া অফিস।
আগামী দুই দিন রাজ্যে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। কিন্তু দুই দিন পর থেকে, যখন ঝড়-বৃষ্টির প্রভাব কমে যাবে, তখন দিনের বেলার তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। দিনের বেলার তাপমাত্রা সেক্ষেত্রে প্রায় দুই-তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
গত কয়েকদিনের মেঘলা আকাশ ও ঝড়-বৃষ্টির দৌলতে এক ধাক্কায় অনেকটা কমেছে শহর কলকাতার তাপমাত্রা। মরশুমের প্রথম কালবৈশাখীর সাক্ষীও থেকেছে তিলোত্তমা। স্বাভাবিকের থেকে বেশ কিছুটা নেমে গিয়েছে শহর ও শহরতলির তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ২ ডিগ্রি কম।