বসন্তের তেমন কোনও আভাস নেই। আজ শহরের আকাশে রোদের উত্তাপ বাড়বে, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দফতর।
ক্রমেই চড়ছে পারদ। দক্ষিণবঙ্গের তাপমাত্রা ধারাবাহিক ভাবে স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি বেশি রয়েছে গত কয়েকদিন।
আগামী পাঁচ দিন গোটা বঙ্গে আবহাওয়া শুষ্কই থাকছে। শনিবার আলিপুর আবহাওয়া দফতর সূত্রে এমনটাই জানা যাচ্ছে।
মার্চ মাসের প্রথম সপ্তাহে কলকাতা শহরে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। এক লাফে পারদ পৌঁছে যাবে ৩৫ ডিগ্রির ঘরে।
হাওয়া অফিস বলছে, বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্তর সৃষ্টি হয়েছে । এর জেরে সাময়িকভাবে বঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়েছে। তবে দিনের তাপমাত্রা ৩২ থেকে ৩৩ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রির মধ্যেই আপাতত সীমাবদ্ধ থাকছে।
দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং জেলা ছাড়া আর কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, ফেব্রুয়ারি মাসে তাপমাত্রা আর বাড়ার কোনো সম্ভাবনা নেই ।কলকাতার ক্ষেত্রে ৩২ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি দিনের তাপমাত্রা থাকবে আর রাতের তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি থেকে ২৪ ডিগ্রির মধ্যে।
তবে মার্চ মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে কলকাতায়। তখন ৩৫ ডিগ্রির মতো তাপমাত্রা থাকবে । এই মুহূর্তে তাপমাত্রায় কোথাও কোন চেঞ্জ নেই আগামী পাঁচ দিন। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ২ ডিগ্রি বেশি।