হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ, সোমবার থেকে আকাশ মেঘলা থাকবে। মঙ্গলবার থেকে কলকাতা সহ সাত জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আগামী ১২ থেকে ১৪ জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতা সহ রাজ্য জুড়ে। আজ থেকেই দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে বলে আবহাওয়া অফিসের পূর্বাভাস।
উত্তর ও দক্ষিণবঙ্গ উভয় জায়গায় তাপমাত্রা বেশ খানিকটা বেড়েছে, ফলে ঠান্ডার তীব্রতাও নেই।
উত্তরবঙ্গের কিছু জেলায় শিলাবৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সিকিম ও দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
পশ্চিমী ঝঞ্ঝা ক্রমশ পূর্ব দিকে এগোনোর কারণে তার শীতল বাতাস এবং পূবালী হাওয়ার গরম বাতাসের সংস্পর্শে মেঘ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে।
হাড় হিম করা ঠান্ডার আপাতত দেখা নেই বলেই জানিয়েছে আবহাওয়া অফিস। আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন ১৮ ডিগ্রি থাকবে।