প্রবল বৃষ্টি শেষে শুকনো আবহাওয়া। বাতাসে আর্দ্রতা কম। হালকা শীতের আমেজ।
আগামী কয়েকদিন আরামদায়ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। সকাল ও রাতের দিকে মনোরম পরিবেশ, হালকা শীতের আমেজ থাকবে।
তবে উত্তরবঙ্গে আরও ৪৮ ঘণ্টা চোখ রাঙাচ্ছে বৃষ্টির ভ্রূকুটি। উত্তরবঙ্গকে ভুগতে হবে আর দিন দুয়েক। হালকা বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং ও কালিম্পংয়ে।
কলকাতায় সকালে মনোরম পরিবেশ থাকলেও বেলার দিকে তাপমাত্রা বাড়বে।
আগামী ২৪ ঘণ্টায় বর্ষা-বিদায় নেবে বাংলা থেকে। মঙ্গলবারের মধ্যে দেশ থেকে বর্ষা বিদায় নেবে।
বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া। রোদের তেজও কমেছে। লক্ষ্মীপুজোর আগে থেকে টানা বৃষ্টিতে দুর্ভোগের শেষ ছিল না দক্ষিনবঙ্গের।
তবে বানভাসি হয়েছে উত্তরবঙ্গ। আর দিন দুয়েক পর রেহাই।