রাজ্যে ইতিমধ্যে বর্ষা চলে এসেছে। উত্তরবঙ্গের ৫ জেলায় শুরুও হয়েছে বর্ষার বৃষ্টি।
এদিকে গুমোট গরম আর বাতাসে চরম আর্দ্রতা নিয়ে তীব্র অস্বস্তিতে দক্ষিণবঙ্গবাসী। বৃষ্টির দেখা নেই।
একদিকে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহারে চলছে ভারী বৃষ্টি, অন্যদিকে বর্ষার পথ চেয়ে দক্ষিণবঙ্গবাসী।
উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের পরই দক্ষিণবঙ্গে ঢোকে বর্ষা। এ বছর তা হয়নি।
কবে ঢুকবে দক্ষিণবঙ্গে বর্ষা? তা নিয়ে আবহাওয়া দফতর এখনও কোনও পূর্বাভাস দেয়নি।
তবে আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, যে কোনও দিন দক্ষিণবঙ্গে ঢুকতে পারে বর্ষা। হিসেবে মতো চলতি সপ্তাহেই তা হতে পারে।
আজ, সোমবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।