বর্তমানে বিহার থেকে ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। আর উত্তরপ্রদেশের পূর্বদিকে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। তবে দক্ষিণপশ্চিমী বায়ু উত্তরবঙ্গ তথা উত্তরপূর্ব ভারতের দিকে প্রবাহিত হচ্ছে। ফলে উত্তরবঙ্গ, অসম,মেঘালয় ও সিকিমে বৃষ্টিপাত হচ্ছে।
সোমবার এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এমনকি আগামী পড়শু থেকে উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টি বাড়তে পারে বলেও পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন - নয়া ফিচার, আর হ্যাক করা যাবে না WhatsApp অ্য়াকাউন্ট
তবে দক্ষিণবঙ্গে খুব বেশি মেঘ তৈরি হচ্ছে না। ফলে সেভাবে দেখা মিলছে না ঝড়বৃষ্টির।
এক্ষেত্রে হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গে (South Bengal) আগামী ৪-৫ দিন বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতাতেও (Kolkata)। কিন্তু জারি থাকবে অস্বস্তিকর আবহাওয়া।
২-৩ দিন পর হয়তো একদিন ঝড়বৃষ্টি হতে পারে। তবে তাপমাত্রা একইরকম থাকবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।