Advertisement

পশ্চিমবঙ্গ

Bengal Heat Wave News : আপাতত ৪-৫ দিন গরম থেকে মুক্তি নেই, আজ বৃষ্টির পূর্বাভাস ৭ জেলায়

Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Jun 2023,
  • Updated 6:44 AM IST
  • 1/7

তীব্র গরমে হাঁসফাস গোটা দক্ষিণবঙ্গ। রয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তাও। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, দক্ষিণবঙ্গে (South Bengal) পশ্চিমের জেলাগুলিতে বইতে পারে লু। 

  • 2/7

পাশাপাশি প্যাচপ্যাচে ঘর্মাক্ত পরিস্থিতি থাকতে পারে উপকূলবর্তী এলাকায়। এক্ষেত্রে, দুই ২৪ পরগনা, কলকাতা (Kolkata) ও পূর্ব মেদিনীপুর ছাড়া বাকি সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা দিচ্ছে হাওয়া অফিস। 

  • 3/7

আপাতত চার পাঁচ দিন একই রকম পরিস্থিতি বজায় থাকবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আজ কলকাতা ও সংলগ্ন এলাকায় দিের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি।

  • 4/7

তবে এরই মাঝে রয়েছে বৃষ্টির পূর্বাভাসও। হাওয়া অফিস জানাচ্ছে, কাল খুব হালকা বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে। 

  • 5/7

অন্যদিকে স্বস্তি নেই উত্তরবঙ্গেও (North Bengal)। তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে মালদা ও দুই দিনাজপুরে। 

  • 6/7

দার্জিলিং ও কালিম্পং ছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও চলবে গরমের দাপট। 

  • 7/7

সেক্ষেত্রে আপাতত স্বস্তির বার্তা দুই বঙ্গের কোনও জায়গাতেই দিতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর।  

 

আরও পড়ুন - বাড়বে সম্পদ-ঘরে থাকবে অপার শান্তি, শুধু এই দিকে রাখুন ময়ূর পালক

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement