Advertisement

পশ্চিমবঙ্গ

West Bengal Weather- Rain Alert: দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি, ভিজবে উত্তরও; দুর্যোগ কাটবে কবে?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Apr 2023,
  • Updated 2:46 PM IST
  • 1/8

আজও কাটছে না দুর্যোগ। শনিবার দমকা হাওয়ার সঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। ভিজবে দুই বঙ্গই। নিম্নচাপ অক্ষরেখার জেরে শনিবার পর্যন্তই চলবে বৃষ্টি। 

  • 2/8

তবে বৃষ্টির পরিমাণ হালকা থেকে মাঝারি থাকবে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়ার সম্ভাবনা থাকছে। 

  • 3/8

আগামিকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া উন্নতি হবে। শুধুমাত্র উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।  ৩ তারিখ থেকে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হবে। শুষ্ক আবহাওয়া থাকবে।

  • 4/8

উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী দু'দিন এরকমই আবহাওয়া থাকবে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে। সঙ্গে মাঝেমধ্যে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে।

  • 5/8

উত্তরবঙ্গে সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে।

  • 6/8

কলকাতায় আজ বৃষ্টি হবে। বজ্রপাতসহ বৃষ্টি এবং তার সঙ্গে কোথাও দমকা হওয়ার সম্ভাবনা থাকছে।

  • 7/8

কলকাতায় আজ তাপমাত্রা ২২ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রি থাকার সম্ভাবনা আছে। কাল থেকে তাপমাত্রা দু-চার ডিগ্রি বাড়ার সম্ভাবনা থাকছে।

  • 8/8

কলকাতা ছাড়া দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, হাওড়া, হুগলি, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement