Bengal Weather Update: হাঁসফাঁস গরম থেকে স্বস্তি মিলতে পারে রাজ্যের কিছু অংশে। আবহাওয়া অফিস সূত্রে খবর অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় সিকিম থেকে নীচে ছত্তিশগড় পর্যন্ত একটি অক্ষরেখা আছে।
এর সঙ্গে দক্ষিণ দিক থেকে আসা হাওয়া উত্তর-পূর্ব ভারত ও উত্তরবঙ্গের দিকে সমুদ্রের ওপর থেকে যাওয়ার সময় প্রচুর পরিমাণ জলীয়বাষ্প ঢুকছে। ফলে আজই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিছু জেলায়।
আবহাওয়া অফিসের খবর অনুযায়ী, দার্জিলিং ও কালিম্পং জেলায় আগামী পাঁচদিন বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
তবে হালকাই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উত্তরবঙ্গে। এরপর আবার ২৭ ও ২৮ তারিখ নাগাদও বৃষ্টি হবে।
দক্ষিণবঙ্গের থাকবে মেঘলা আকাশ। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে একটু বেশি মেঘলা থাকবে , বলে জানায় হাওয়া অফিস। এই দুই জেলাতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
বৃষ্টির জন্য তাপমাত্রায় খানিক পরিবর্তন দেখা যাবে কি? হাওয়া অফিস জানিয়েছে, এর জেরে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।
ফলে ভ্যাপসা গরম থাকবে আপাতত। তবে প্রখর রোদের তাপ থেকে খানিক রেহাই মিলবে।