West Bengal Rain Forecast: রাজ্যের কিছু জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত (Raining) হচ্ছে। দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। রবিবার বৃষ্টির পরিমাণ কমবে শুধু ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে, বলে জানায় আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Office)।
এছাড়াও অন্যান্য জেলাগুলিতে বৃষ্টি হবে। কলকাতার ক্ষেত্রেও কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে। রবিবার পর্যন্ত মেঘলা আকাশ থাকবে।
সোমবার, ২৭ তারিখ আবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা। হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে।
পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হবে, বলে জানাচ্ছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গে (North Bengal) বিক্ষিপ্ত হাল্কা বৃষ্টি হতে পারে। দার্জিলিং, আলিপুরদুয়ার ও কালিম্পঙয়ে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। দু' এক জায়গায় হাল্কা শিলাবৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
২৮ তারিখ থেকে দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আকাশ পরিষ্কার হয়ে হবে রৌদ্রজ্জ্বল।
আপাতত আর ঠান্ডার দেখা নেই, ভোরের দিকে হাল্কা ঠান্ডার আমেজই থাকবে।