Advertisement

পশ্চিমবঙ্গ

West Bengal Rain Updates: কালই ঝেঁপে বৃষ্টি, ক'দিন চলবে? রাজ্য থেকে বিদায় নিচ্ছে শীত?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Feb 2022,
  • Updated 7:41 AM IST
  • 1/8

Rain in West Bengal: আগামিকাল থেকে ফের বৃষ্টিতে (Rain) ভিজতে চলেছে উত্তর ও দক্ষিণ বঙ্গ। সপ্তাহান্তে রবিবারের ছুটি মাটি করতে চলেছে বৃষ্টি।
 

  • 2/8

রবিবার থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 
 

  • 3/8

তবে কি ফের ঠান্ডা পড়বে? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, তাপমাত্রা এখনই নামার সম্ভাবনা নেই। যদিও, দক্ষিণবঙ্গে শীতের দাপট অনেকটাই কমে গিয়েছে। 
 

  • 4/8

রাতের তাপমাত্রা খানিকটা নামলেও, দিনের বেলাতে ঠান্ডার তেমন দাপট থাকবে না। বলা যেতে পারে, আপাতত শীত অনুভূত করতে পারবে না রাজ্যবাসী।
 

  • 5/8

উত্তরবঙ্গের ক্ষেত্রে সেখানেও আগামী সোমবার দার্জিলিং, কালিম্পংয়ে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২১ তারিখও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 

  • 6/8

মূলত, হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করছে এ রাজ্যে। উত্তর-পশ্চিম দিক থেকে আগত শীতল হাওয়া ও জলীয় বাষ্পপূর্ণ হাওয়ার জেরে এই বৃষ্টিপাত হচ্ছে।
 

  • 7/8

আপাতত পারদ নামার রাজ্যে কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

  • 8/8

 গত সপ্তাহে ২দিন বৃষ্টিতে বেশ খানিকটা নিম্নমুখী ছিল তাপমাত্রা।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement