দিন দুয়েক মেঘলা থাকলেও গরমের তীব্রতা বিন্দুমাত্রও কমেনি। সেক্ষেত্রে, কেমন হতে চলেছে আগামী কয়েকদিনের তাপমাত্রা?
আলিপুর আবহাওয়া অফিসের খবর অনুযায়ী, এখনই বৃষ্টির কোনও পূর্বাভাস নেই, উত্তরবঙ্গ ছাড়া।
আজ দিনভর পরিষ্কার আকাশই থাকবে। অর্থাৎ, রৌদ্রজ্জ্বল থাকবে দিন।
আগামী চার-পাঁচদিনে তাপমাত্রা খুব একটা বাড়া-কম করবে না। যারফলে গরমে হাঁসফাঁস করবে রাজ্যবাসী।
তবে উত্তরবঙ্গে ও সিকিমে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।
এ ক'দিন বাতাস খুবই শুষ্ক। তার ফলে আগামী ৫ দিন শুষ্কই থাকবে আবহাওয়া।
কলকাতার ক্ষেত্রে এক ডিগ্রি মতো তাপমাত্রা কমতে পারে।