Advertisement

পশ্চিমবঙ্গ

Bengal Weather Update: আগামী ৫ দিন পর আরও নামবে তাপমাত্রা, পূর্বাভাস হাওয়া অফিসের

Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Nov 2022,
  • Updated 5:36 PM IST
  • 1/8

West Bengal Weather Update: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রূকুটি। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যে কারণে বুধবার থেকেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল মৌসম ভবন। তবে বাংলায় কি তার প্রভাব পড়বে?
 

  • 2/8

এই নিম্নচাপের জেরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টি হবে৷ বাংলায় আপাতত কোনও নিম্নচাপের প্রভাব নেই। তবে আর পাঁচদিন পর আবহাওয়ার পরিবর্তন হবে।
 

  • 3/8

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জন্য কোনও ওয়েদার সিস্টেম নেই। শুষ্ক আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গে মাঝেমধ্যে দু'এক জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে।

  • 4/8

রাতের তাপমাত্রা মঙ্গলবারের থেকে বুধবার কিছুটা কম রয়েছে। রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন আপাতত নেই। 
 

  • 5/8

দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকবে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের তাপমাত্রা সর্বোচ্চ ২৯ থেকে ৩০ ডিগ্রি কাছাকাছি থাকবে। 
 

  • 6/8

রাতের তাপমাত্রা সর্বনিম্ন ১৮ ডিগ্রির কাছাকাছি থাকবে আর পশ্চিমের জেলাগুলিতে আরও ২-৪ ডিগ্রি কম থাকবে। 
 

  • 7/8

আগামী ৪-৫ দিন রাতের তাপমাত্রা একইরকম থাকবে। ২২ নভেম্বরের পর থেকে তাপমাত্রা আরও একটু কমবে। 
 

  • 8/8

উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধু পাহাড়ি এলাকায় দার্জিলিং ও কালিম্পঙয়ে দু'এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 

Advertisement
Advertisement