বসন্তে তীব্র দাবদাহ। শনিবার থেকে তাপমাত্রার বড় পরিবর্তন হতে চলেছে বাংলায়। হোলির আগে আবহাওয়াও নিজের রং বদলাবে। বাড়বে গরমের দাপট।
উত্তরবঙ্গে কিছু জায়গায় বৃষ্টি হলেও শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। আগামী তিন থেকে চারদিন বৃষ্টির সম্ভাবনা নেই।
কলকাতায় সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার চাদর কেটে যাবে।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি-সহ বেশ কিছু জেলায় ভোরের দিকে ঢাকবে কুয়াশার চাদরে।
উত্তরে দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া কোথাও বৃষ্টি নেই।
শনিবার থেকে তাপমাত্রা একধাক্কায় ৪ ডিগ্রি পারদ চড়বে। ৩৫ ডিগ্রিতে পৌঁছবে তাপমাত্রা বলে জানায় আবহাওয়া অফিস।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় এখনই গরমের অনুভূতি মারাত্মক না হলেও, বেলায় প্রখর রোদ থাকবে।
মৌসম ভবন জানিয়েছে, একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা ৪ মার্চের মধ্যে পশ্চিম হিমালয়ে পৌঁছতে পারে, যে কারণে অনেক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।