রৌদ্রোজ্জ্বল আকাশ, তারই মধ্যে এই মেঘ তো এই বৃষ্টি। আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টিই হচ্ছে দক্ষিণবঙ্গ জুড়ে। হাওয়া অফিস জানিয়েছে আপতত এমনটাই থাকবে আবহাওয়া।
হাওয়া অফিস জানিয়েছে, ৩১ তারিখ পর্যন্ত রয়েছে বজ্রবিদ্যুৎ -সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আকাশ মেঘলা বা কোথাও কোথাও আংশিক মেঘলাই থাকবে।
দক্ষিণবঙ্গে বৃষ্টি কম হলেও উত্তরবঙ্গের চিত্রটা একেবারেই উল্টো। উত্তরের পাঁচ জেলায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আগামী ১ তারিখ পর্যন্ত টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই ৫ জেলায়।
মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। ভারী বৃষ্টিপাতের এখনও কোনও পূর্বাভাস নেই। কলকাতাতেও তাপমাত্রা এমনই থাকবে।
চলতি মরসুমে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের বড় ঘাটতি রয়ে গিয়েছে। এর জেরে চাষাবাদেও বিপুল ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে।
এখনই দক্ষিণবঙ্গে ফের নতুন করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আকাশ মূলত মেঘলাই থাকবেই।