Advertisement

পশ্চিমবঙ্গ

West Bengal Weather Update: আরও নামবে তাপমাত্রা, সঙ্গে উত্তুরে হাওয়ার দাপট, জাঁকিয়ে ঠান্ডার পূর্বাভাস

Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Jan 2023,
  • Updated 6:41 AM IST
  • 1/10

শীতের দাপুটে ব্যাটিং সবে শুরু। কাঁপছে কলকাতা থেকে জেলা। আবহাওয়া অফিস সূত্রে খবর, আরও কমতে পারে তাপমাত্রা।
 

  • 2/10

দিন কয়েকেই ঠান্ডায় জবুথবু রাজ্যবাসী। গত ৩ দিন জাঁকিয়ে ঠান্ডা পড়েছে রাজ্যজুড়ে। বৃহস্পতিবার, কলকাতায় ১২ ডিগ্রি ছুঁয়ে ফেলে পারদ। জেলাগুলিতে কোথাও ৬ তো কোথাও আবার ১০ ডিগ্রি তাপমাত্রা। 
 

  • 3/10

গতকাল ছিল বছরের সবচেয়ে শীতলতম দিন। আগামী ২৪ ঘণ্টায় কলকাতাতে আরও ২ ডিগ্রি তাপমাত্রা নামার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (IMD Kolkata)। 
 

  • 4/10

উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা আরও ৩ ডিগ্রি কমতে পারে। আগামী ছ'-সাতদিন রাজ্যজুড়েই ১৫ ডিগ্রির নীচে থাকবে তাপমাত্রা।
 

  • 5/10

সঙ্গে বাড়বে  উত্তুরে হওয়ার দাপট। তাপমাত্রা কম হওয়ার সঙ্গে উত্তুরে হাওয়ার দাপটে জাঁকিয়ে ঠান্ডা পড়বে।
 

  • 6/10

তবে আলিপুর আবহাওয়া অফিস এও জানিয়েছে, রবিবার তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরে ফের নামবে পারদ। 
 

  • 7/10

আগামী বুধবার পর্যন্ত রাজ্য জুড়ে জাঁকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে। 
 

  • 8/10

পারদ খানিকটা ওঠানামা করলেও কনকনে শীত থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
 

  • 9/10

উত্তরবঙ্গের ক্ষেত্রে কোচবিহারে ঘন কুয়াশা থাকবে। উত্তরবঙ্গে মাঝারি থেকে ঘন কুয়াশা আরও দিন দুয়েক থাকবে। 
 

  • 10/10

দক্ষিণবঙ্গে ভোরে কুয়াশার (Fog) দাপট থাকলেও বেলা গড়াতেই আকাশ পরিষ্কার হয়ে যাবে।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement